বিশেষ প্রতিনিধি:নুসরাত জাহান তাজিয়া (১৬)কে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে প্রকাশ্যে অপহরণ করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন, অপহৃতা তরুনীর মাতা যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের তাজুর স্ত্রী ও মৃত মনির উদ্দিন মোল্যার মেয়ে মোছাঃ তাসলিমা নাছরিন। মামলায় আসামী করেন, চারজনসহ অজ্ঞাতনামা ২/৩জনকে।
আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার খয়েরতলা গাজীর ঘাট রোড শরিফুল ইসলামের ছেলে বিপ্লব, একই এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু, একই এলাকার শরিফুল ইসলামের ছেলে ইলিয়াছ হোসেন ও শরিফুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম রিজি। পুলিশ গাউছুল ইসলাম রিকু ও রিজিয়া বেগম রিজিকে বুধবার রাত ১১ টায় গ্রেফতার করেছে।
এামলায় বাদি উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে নুসরাত জাহান তাজিয়াকে বিপ্লব তার সহযোগী গাউছুল ইসলাম রিকুর সহায়তায় বিভিন্ন সময় উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
বাদির মেয়ে বিপ্লবের প্রস্তাবে রাজী না হওয়ায় তার সহযোগী গাউছুল ইসলাম রিকু সহায়তায় বাদির মেয়েকে প্রলোভন দেখায়ে ফুসলাতে থাকে এবং বিপ্লব তার সহযোগীদের সহায়তায় গত ৩১ আগষ্ট বিকেল ৫ টায় বাদির গ্রামের বাদি হতে তার পিতার বাড়ি পুরাতন কসবা নতুন খয়েরতলা আসার পথিমধ্যে বিকেল পৌনে ৬ টায় পুরাতন কসবা নতুন খয়েরতলা বাদির পিতার বাড়ির সামনে বাদির মেয়ে পৌছালে পূর্ব হতে ওৎপেতে থাকা উল্লেখিত আসামীরা বাদির নাবালিকা মেয়েকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে ফুসলিয়ে অসৎ উদ্দেশ্যে জোর পূর্বক অপহরণ করে একটি প্রাইভেট কারে তুলে দ্রুত চলে যায়।
বিপ্লবের মা রিজিয়া বেগম রিজি ও তার স্বামী শরিফুল ইসরামসহ অন্যান্য আসামীদের সহায়তায় বাদির মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রাখে বলে বাদি আশংকা প্রকাশ করে। বাদি বিপ্লবের পিতা শরিফুল ও তার মা রিজিয়া বেগম রিজির সাথে যোগাযোগ করেও বাদি তার মেয়েকে ফেরত চাইলে প্রথমে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বাদির মেয়েকে ফেরত দিবে না বলে জানালে বাদি উপায়ূন্তর না পেয়ে থানায় মামলা করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

