পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই আইনজীবী সহ ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলার এজাহারকারী পাইকগাছা উপজেলার শান্তা গ্রামের জুম্মান জোয়াদ্দারের স্ত্রী পারভিন বেগম। তিনি তার স্কুল পড়ুয়া কন্যা জলি খাতুনকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও সহায়তা করার অভিযোগে পাইকগাছা থানায় গত ১৮ ফেব্রুয়ারি ২৩ একটি মামলা করেন। যার নং ১৫ ঐ মামলা তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আসাদুজ্জামান।
গত ইং ২৪ মার্চ ২৩ আদালতে পৃথক পৃথক দুটি চার্জশিট দাখিল করেন। যার একটিতে নোটারি পাবলিক আইনজীবী সমীর কুমার বিশ্বাস ও অপর একজন আইনজীবী ইদ্রিসুর রহমান মন্টু, মহিদুল ইসলাম, হুমায়ুন কবির ও ফারুক মিস্ত্রি। এরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার আবেদন করা হয়েছে একই সাথে মামলায় জড়িত কিশোর রাকিবুল ইসলামের বিরুদ্ধে ও পৃথক অভিযোগ পত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা আদালতে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আবেদন করেন।পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নং ৪৭/২৩, বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিলের পর বিজ্ঞ আদালত অভিযোগ পত্র দুটি সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং শিশু ও কিশোর আদালত খুলনায় বিচারের জন্য প্রেরণ করেন।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মামলা নং ১০৮/২৩,অতঃপর খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিজ্ঞ বিচারক অভিযোগ পত্র গ্রহণ পূর্বক গত ৫ সেপ্টেম্বর ২৩ অভিযুক্ত দুই আইনজীবী সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে মামলার এজাহার কারী পারভিন বেগম জানান।

