মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ৯সেপ্টেম্বর শনিবার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক ফিরোজ আহম্মেদ এর সঞ্চালনায় মণিরামপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নায়নের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য এম পি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, কাউন্সিলর সুমন দাস, কাউন্সিলর বাবুলাল চৌধুরী,যুবলীগ নেতা পলাশ ঘোষ সহ আরো অনেকে।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য এম পি প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে এবং বলেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার।

