শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া প্রেসক্লাবে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুলের মতবিনিময়

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮৮, যশোর-৪ আসন (বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী অভয়নগরের নওয়াপাড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের কয়ালখালী গ্রামের এফএম তবিবর রহমানের ছেলে।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য মল্লিক খলিলুর রহমান, জসিম উদ্দীন বাচ্চু, জাকির হোসেন হৃদয়, সহযোগি সদস্য আশরাফুল আলম, ডিআর আনিস, রনজিত মল্লিক প্রমুখ।
ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। দেশের সামগ্রীক উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প হতে পারে না। সুতরাং নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ