বিশেষ প্রতিনিধি:কেশবপুর উপজেলায় বুড়িহাটী গ্রামের সন্তান মোঃ হাদিউজ্জামান শিমুল অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।
জানাগেছে, হাদিউজ্জামান শিমুল খুলনায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। ১০ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ প্রজ্ঞাপন অনুযায়ী হাদিউজ্জামান শিমুল রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেছেন।
কেশবপুরের হাদিউজ্জামানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদোন্নতি লাভ

