শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাঘারপাড়ায় সরকারের উন্নয়ন তুলে ধরে বিপুল ফারাজীর উঠান বৈঠক

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণেই বাংলাদেশ আজ উন্নয়নে সারাবিশ্বে অনন্য এক মডেল।
বেশিরভাগ নারীই তাদের স্বামী, বাবা বা ভাইয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ভোট দেন। দেশের উন্নয়ন-অগ্রগতি এবং রাজনীতির অনেক খবরই ঠিকমতো তাদের কানে পৌঁছে না।
এসবকিছু বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর-৪ নির্বাচনী এলাকায় নিয়মিত উঠান বৈঠক করছেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
ধারাবাহিক এ কর্মকাণ্ডের অংশ হিসেবে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুরে ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী সাথী বেগম।
এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের আয়োজক যশোর-৪ নির্বাচনী এলাকার  দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,
বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, বন্দবিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, স্থানীয় আওয়ামীলীগ নেতা তুহিন হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারের কয়েক বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

আরো পড়ুন

সর্বশেষ