সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ হাফিজুল ইসলাম(২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার রাতে তাকে কালিগঞ্জ উপজেলার খারহাট এলাকা থেকে আটক করা হয়। আটক হাফিজুল ইসলাম একই এলাকার গফফার হোসেন গাজীর ছেলে।সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি) তারকে ফয়সাল ইবনে আজিজ বলেন, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম কালিগজ্ঞের খারহাট এলাকার অভিযান চালায়। এসময় তিনশত পিচ ইয়াবা সহ হাফিজুলকে আটক করা হয়। তিনি আরো জানান, এব্যাপারে কালিগঞ্জ থানার আসামীকে হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।
সাতক্ষীরায় ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

Previous article
