শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়ার মোরশেদের  মতবিনিময়

আরো খবর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।‌ পাইকগাছা পৌরসভার বাসিন্দা ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করে  পাইকগাছা প্রেসক্লাবে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
তিনি শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় খুলনা-৬ আসনে তার ইচ্ছার কথা প্রকাশ করে  প্রচার-প্রচারনায় সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন। তবে কোন দলের প্রার্থী হতে যাচ্ছেন  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যরিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বা বিএনপি হতে পারে?  তবে একটি সুত্র  প্রাথমিক ভাবে জানান, বিএনপি’র সম্ভাবনা বেশি। মতবিনিময়কালে তার সফরসঙ্গী  ছিলেন অবঃ অধ্যাপক জিএম আজাহারুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, জি,এ রশীদ,এডঃ মনজুরুল ইসলাম ও  ব্যারিস্টারের পিতা এ্যাডঃ মোজাফফর হাসান সহ অনেকে।  বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএম এ আঃ রাজ্জাক,সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহসভাপতি আঃ আজিজ, সাবেক সভাপতি আঃ গফুর মাষ্টার,যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, আলাউদ্দীন রাজা প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ