শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সওজে’র রাস্তা নির্মাণে ত্রুটি, হাসপাতালে নিম্নমানের খাবার, প্রতিমন্ত্রীর ক্ষোভ

আরো খবর

বিশেষ প্রতিনিধি: সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মাণে ত্রুটি এবং হাপাতালে নিম্নমানের খাদ্য সরবরাহে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য্য।

রোববার যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ২৫০ শয্যা হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহের বিষয়টি আলোচনায় আনেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি অভিযোগ করেন হাসপাতালে বছরের পর বছর টেন্ডার ছাড়াই খাদ্য সরবরাহ করছে একজন ঠিকাদার। তিনি উচ্চ আদালতে রিট করায় নতুন করে টেন্ডার করা সম্ভব হচ্ছেনা। আর এই সুযোগে তিনি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করছেন। বিষয়টি কমিটি করে তদারকির দাবি জানান তিনি। তার এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী নিজেই। তিনি রাজারহাট চুকনগর সড়ক নির্মাণ কাজ একবছর না যেতেই কিভাবে তা নষ্ঠ হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। সভায় জেলা প্রশাসক যশোর-খুলনা মহাসড়কের বর্তমান নাজুক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে হবে। বিশেষ করে সারবোঝাই গাড়িগুলো আসার ক্ষেত্রে যাতে কোন বিঘ্ন সৃস্টি না তা নিশ্চিত করতে হবে।

সড়ক ও জনপথ এবং হাসপাতলের এসব অভিযোগ নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি সংশ্লিষ্ঠ কর্র্তৃপক্ষকে উল্লেখিত বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থ গ্রহণের নির্দেশনা দেন।

এছাড়া সভায় আউশ ধানের সার বীজ নিয়ে লুটপাটের অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, কৃষি কর্মকর্তারা খবর না নেয়ায় আউশ আবাদের সরকারের কোটি কোটি কোটি টাকা পানিতে যাচ্ছে। এছাড়া সভায় ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য সেবা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, কৃষি, এবং শিক্ষাসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমাপনি বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, সরকার প্রান্তিক মানুষের কল্যাণে প্রকল্প নিয়েছে। কোন ব্যক্তি বিশেষের কারণে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেদিক খেয়াল রাখতে হবে। প্রতিমন্ত্রী গ্রামীণ রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত মেয়াদের মধ্যে বস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, এডিসি জেনারেল তোষার কান্তি পালসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ