শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শত বছরের জমি উদ্ধারে মানববন্ধন 

আরো খবর

 অভয়নগর  প্রতিনিধি:যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলা হাটের ২৬০শতক সরকারি জমি উদ্ধারের জন্য ও ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা করতে ভূক্তভোগি গ্রামবাসীদের উদ্যোগে যশোর -খুলনা মহাসড়কের তালতলা নামক স্হানে বুধবার  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত  ঘন্টাব্যাপী এ মানব বন্ধন  কর্মসূচি পালন করেছেন ঐ অঞ্চলের মানুষ।
স্হানীয় ভূমিদস্যু আকরাম সরদার ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম সরকারের ২৬০শতক জমি অবৈধ দখল করে  পাকা ঘর নির্মান,বালি ও পাথরের ব্যবসা সমিলের ব্যবসাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা  অপসারনের দাবিতে অনুষ্ঠিত হয় এ মানব বন্ধন। ৭নং পৌর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজির সভাপতিত্বে ও ওয়ার্ড আ’লীগের সভাপতি সরদার মশিয়ার রহমাননের সঞ্চালনায় অনুষ্ঠিত এ  মানববন্ধন  চলাকালে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো.মিজানুর রহমান, কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাস, বিপুল শেখ, মহিলা কাউন্সিলর রোকেয়া বোগম,রাশিদা বেগম, যুবলীগ নেতা  জাকির শেখ, সেচ্ছাসেবক লীগ খন্দকার আল-ইমরান,সহ যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ মানব বন্ধনে অংশ গ্রহন করেন।
এ সময়  বক্তারা বলেন আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে আমরা  ঘোষনা করছি  যদি ভূমিদস্যুরা না সরে তাহলে কঠোর থেকে  কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছি। সেই সাথে আরো বলেন যদি এর পরে ও অপসারন না হয়, তাহলে সবাইকে নিয়ে অভয়নগর অচল করে দেওয়ারও ঘোষনা দেন।

আরো পড়ুন

সর্বশেষ