শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা মহিলা শ্রমিক লীগের নেতৃত্বে স্পর্শ ও জামিলা খানম

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।

পরে কমিটি অনুমোদনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুন নাহার বেগম। পরবর্তী তিন বছরের জন্য সদ্য অনুমোদিত সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিক লীগের এ কমিটিতে বিশিষ্ট নাট্য নির্মাতা জিএম সৈকতের সহধর্মিনী ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শকে সভাপতি এবং জামিলা খানমকে সাধারণ সম্পাদকসহ সাদিয়া খাতুনকে সাংগঠনিক সম্পাদক, প্রিয়ন্তী মন্ডলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানাকে তথ্য বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের নের্তৃবৃন্দের পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক ও সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব-কমিটির নের্তৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ