শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময়

আরো খবর

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটিসহ ৪৩ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল থানার আয়োজনে থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথসহ রামপাল উপজেলার সকল মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ওসি আশরাফুল আলম তার বক্তব্যে বলেন যে, উপজেলা মোট ৪৩ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে। মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। দূর্গা পূজায় যাতে কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে দিকে সকলের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা ব্যবস্থায় থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে। যে কোন প্রয়োজনে থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন।

আরো পড়ুন

সর্বশেষ