শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাঘারপাড়ায় বিপুল ফারাজীর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি:মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার  দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এদিন বিকেল সাড়ে ৫ টায় বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শের আলী মেম্বর, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হোসেন, আওয়ামীলীগ নেতা সাদ্দাম হোসেন টুলু, নিতাই বিশ্বাস, জামদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, রায়পুর ইউনিয়নের সাবেক মেম্বর ও আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা জেএস সাদ, ওবায়দুর রহমান, আলিপুরদুয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ