শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে বন্ধ করে দেওয়া ক্লিনিক ভিন্ন নামে পরিচালনা,ফের সিলগালা

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সিলগালাকৃত ক্লিনিক ভিন্ন নামে পরিচালনা ও সেবার নামে প্রতারণার অভিযোগে আনিকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফের সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটি সিলগালা করেন।
এসময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, একবার বন্ধ করে দেয়ার পরে একই ক্লিনিক ভিন্ন নাম দিয়ে পরিচালনা,ভুয়া লাইসেন্স ব্যবহার,চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমা করা নার্স না থাকা,এনেস্থিসিয়া দেয়ার টেকনিক্যাল লোক না থাকা, রেজিস্ট্রার মেনটেইন না করা, ওটি রেজিস্ট্রারের ডাক্তারের স্বাক্ষর না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারণে আনিকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, অবৈধভাবে পরিচালিত ক্লিনিকের তালিকা করা হয়েছে। নিয়মিত অভিযান চলবে।

আরো পড়ুন

সর্বশেষ