রোড-শো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আছাদের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন
সভার প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হাসান।
বক্তারা বলেন, বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের দুটি বাগেরহাটে অবস্থিত।
একটি সুন্দরবন এবং অপরটি ষাটগম্বুজ। এই দুই বিশ্ব ঐতিহ্য ঘিরে বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশের অনেক সুযোগ রয়েছে। আগামীতে এই দুই স্থাপনাকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মো: খালিদ হোসেন ।
আলোচনাসভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,ছাত্র -ছাত্রী সংস্কৃতিকর্মী ও পর্যটন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ বছর দিবসটি উপলক্ষে মেলা শুরু হয়।

