বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে-ব্যাপক উৎসব আনুষ্টানিকতা,নিরাপত্তার মধ্য দিয়ে-বেনাপোল পাঠবাড়ী আশ্রমে নামাচার্য্য শ্রী শ্রী ব্রন্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহাউৎসব পালিত হচ্ছে। উৎসবকে ঘিরে আশ্রমে বসছে দেশি বিদেশী ভক্তদের মিলন মেলা। ১৬ প্রহর ব্যাপি অখন্ডনামযজ্ঞ অনুষ্টানসহ চলছে মহা নামযজ্ঞ ও র্কীর্ত্তন। বসেছে মিষ্টি সহ হরেক রকমের পন্যের পসরা। ভক্তনুরাগীদের আগমন ও পদভরে ভরপুর আশ্রম এলাকা।
পাঁচশত বছর আগের তমালবৃক্ষের ছায়াতলে আশ্রম প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় মহাউৎসবে ভারত,নেপাল,চিটাগাং খুলনা সাতক্ষিরা,কুমিল্লা রাজশাহী বাগেরহাট, নড়াইল সহ দেশ বিদেশ থেকে আসছেন ভক্তনুরাগীরা। বুধ ও বৃহস্পতিবার দু দিন ব্যাপি গভীয় শ্রদ্ধায় ভক্ত সাধকের স্মৃতি চেতনায় বিরতিহীন ভাবে চলছে পূন্য উৎসব। গুরুবন্দনা বৈষ¦ব বন্দনা,পঞ্চতত্ব,শ্রীমদ্ভগবতগী,আশ্বাদন,ভক্তগীতি কীর্ত্তন,ভগবত আলোচনা,সন্ধা আরতি কীর্ত্তন,আলোচনা সভা। আনুষ্টানিকতায় মুগ্ধ ভক্তরা।
দুরু-দুরাত্ব থেকে আসা ভক্তরা বলেন,সারাজীবনের পাপ মুক্তির আশায় ও সাংসারিক সুখের আশায় বাবার দরবারে আসা। তার কৃপায় মঙ্গল আশায় প্রতিবছরের ন্যায় ঠাকুরের উৎসবে আসেন তারা। বিভিন্ন গুনি সাধকেরা আলোচনায় অংশগ্রহন করেন। ঢাকা ও চিটাগাং ও মাগুরা থেকে আসা তীর্থ যাত্রীরা বলেন,শ্রী হরিদাস ঠাকুকের ঐতিহাসিক পিঠ। হাজারও ভক্ত আসেন নির্য্যান তিথিতে। কৃপা ও ভক্তির আশায় আসেন ভাল লাগে তাদের। ব্যাবসায়িরা জানান,উৎসবকে ঘিরে জমে উঠছে বেচাকেনা খুশি তারা। রাতে দিনে বিভিন্ন এলাকা থেকে আসনে ভক্তরা। এলাকার মানুষ ও কিনছেন পন্য। লাভবান হচ্ছেন তারা। নির্যান তিথিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় মুন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য ও এমপি শেখ আফিল উদ্দিন সহ আমন্তিত অতিথিরা।
বেনাপোল পাঠবাড়ী আশ্রম কমিটির যুগ্ন॥-সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ বলেন,প্রশাসন স্থানীয় নেতৃৃবৃন্দ জনপ্রতিনিধি সহ সব শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় দর্শনার্থী ও ভক্তদের কাছে নির্যান তিথি মহাউৎস আরো মনমঙগ্ধকর হয়ে উঠছে। সেবায় ব্রত আছেন তারা। সকালে বিকালে চলছে ভক্তদের মধ্যে ভোজ বিতরন। প্রায় ৬০হাজার মানবের আগমনে উৎসব প্রানচাঞ্চ্য হয়ে উঠেছে। মেলা উৎসব প্রানের মেলায় পরিনত হয়েছে।

