নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নান কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জনমইদনের কেক কাটা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুরাতন বাস টার্মিনালে জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সহ- সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

