শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রামপালে স্কুল ছাত্রী তুলে নিয়ে গণধর্ষণ, আটক ২

আরো খবর

শেখ মাসুম বিল্লাহ-: রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের স্থানীয় পলাশের ঝুপড়ি টং ঘেরের বাসায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করে উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শেখ রাসেল হোসেন (২৪), রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের  আজমল হোসেনের ছেলে  রাকিব হোসেন সজল(২৬) ও গোবিন্দপুর গ্রামের শেখ মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী(২০)।
গণধর্ষণের পরে রাত ৭টার দিকে মাহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্ত আসামিরা।
এ ঘটনায় কিশোরীর মামা শেখ শরিফুল ইসলাম(৪১) বাদী হয়ে রামপাল থানায় আসামি ৩ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।
এ অভিযোগ পাওয়ার পরেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল ও সজলকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গতকাল বিকেলে ১৪ বৎসর বয়সী এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করেন ৩ যুবক।
অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত দুই ধর্ষককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ