শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

আরো খবর

নড়াইল প্রতিনিধি: “বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” এ প্রতিপাদ্যের আলোকে নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবি মহিলা
সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক
চৌধুরী। পরে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের ৩২ টি স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের মাঝে ৯ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও অনুদান প্রাপ্ত মহিলা সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ