শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

‘সাকিব শতভাগ ফিট’

আরো খবর

প্রথম প্রস্তুতি ম্যাচের আগে গৌহাটিতে ওয়ার্মআপে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে হালকা চোট পান সাকিব। তাতে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলছেন না তিনি। এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টস করার সময় স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেসের প্রশ্নটি এসেছে। সেখানে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন’।

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আফগানিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো সাকিব? সেই নিশ্চয়তাও দিয়েছেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে টসের সময় শান্ত বলেন, ‘প্রথম ম্যাচ খেলার জন্যও প্রস্তুত সাকিব।

আরো পড়ুন

সর্বশেষ