শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে সড়ক দুর্ঘটনায় শার্শার যুবক নিহত 

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোরের যুবক নিহত মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শা উপজেলার বাসিন্দা জুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে জীবিকার তাগিদে যুবায়ের মালয়েশিয়ায় যান। সেখানে তিনি চার চাকার ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মালবোঝাই করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে ট্রাকটি উল্টে নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই মারা যান যুবায়ের।
শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা সাংবাদিকদের বলেন, যুবায়েরের মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

আরো পড়ুন

সর্বশেষ