শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় জ্বালানি তেল কম দেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

আরো খবর

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।। ক্রেতাদের জ্বালানি তেল (পেট্রেল,অকটেন, ডিজেল) পরিমাণে কম দেয়ায় খুলনার পাইকগাছা পৌরসভার দুই ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩অক্টোবর) দুপুরে পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এসময় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। এতে আসিফ ফিলিং স্টেশন ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্হিত ছিলেন,খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

আরো পড়ুন

সর্বশেষ