শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

হত্যা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:যশোরে র‌্যাব-৬ পৃথক অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত বৃহস্পতিবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর ও শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ যশোর।
আটকরা হলেন- ঝিকরগাছা উপজেলার কাটাখাল ১নং কলোনী এলাকার মাসুম আলীর ছেলে  ইমামুল ইসলাম (৩১) ও  কুমড়ি এলাকার ছিয়াব আলীর ছেলে হারুন অর রশিদ (৩২)।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০১৪ সালের ১৭ জুন রাত সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার কালুর ছেলে বিপ্লব হোসেন ও তার ভাইরার ছেলে মিলনকে আসামী ইমামুল ইসলাম ও আক্তাফুর সহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর বিপ্লব মারা যায়। এ ঘটনায় বিপ্লবের পিতা কালু বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামী ইমামুল ইসলামকে যাবজ্জীবন  সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের সাজা দেন। ইমামুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে আদালত। এরপর গতকাল বুধবার রাতে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে আসামি মোঃ হারুন অর রশিদ ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর শার্শা এলাকা হতে হেরোইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়।
গ্রেফতারকৃত আসামি এক বছর জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি নিয়ে পলাতক হয়। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামি মোঃ হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ০২ অক্টোবর আদালত আসামি হারুন অর রশিদকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের সাজা দেন। প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
এরপর গতকাল বুধবার রাতে ঝিকরগাছা উপজেলার শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ