শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটায় ফেনসিডিল ব্যবসায়ী গ্রেপ্তার

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে দেবহাটা উপজেলার চর রহিমপুর গ্রামের মৃত আনসার গাজীর ছেলে। বুধবার রাতে উপজেলার চারাবটতলা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবহাটা থানার এসআই রাজিব মন্ডল ও এসআই মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পরবর্তী গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আরো পড়ুন

সর্বশেষ