নিজস্ব প্রতিনিধি:যশোরে নানা আয়োজনে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র্যালি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

