বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:যশোর -৪ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সরকারের উন্নয়ন প্রচার অব্যাহত রেখেছেন যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। একই সাথে তৃনমূল নেতাকর্মীদের খোঁজখবর নিতে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত ছুটে যাচ্ছেন তিনি।
শুক্রবার বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও প্রেমচাড়া গ্রামের বাসিন্দা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ কয়েকজন অসুস্থ দলীয় নেতাকর্মীকে দেখতে যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বন্দবিলা ইউনিয়নের প্রেমচাড়া, সাদিপুর, পুলেরহাট, গাইদঘাট, খাজুরাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তরুণ আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, বন্দবিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বর
মফিজুর রহমান, বন্দবিলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শেখ, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ প্রমুখ
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম লাদেন, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।

