শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা: শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছা থানার আয়োজনে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের প্রাণ কৃষ্ণ দাস, মুরারী মোহন সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার,উত্তম সাধু, শংকর দেবনাথ,সুনীল মন্ডল, সাংবাদিক বি সরকার।
থানার সেকেন্ড অফিসার মোঃ মোশারফ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুরঞ্জন চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, পলাশ বাছাড়, বিদ্যুৎ বিশ্বাস, রামপ্রসাদ সাধু,কালিপদ বিশ্বাস, তরুণ কান্তি সরকার, অধীর কৃষ্ণ মন্ডল,কনক চন্দ্র তরফদার,বিপ্লব কান্তি মন্ডল।
উল্লেখ্য এবছর পাইকগাছা  উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৫ টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৬ টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুনিতে ১৯ টি, লতায়  ১৪ টি, দেলুটিতে ১৫ টি, সোলাদানায় ১২ টি, লস্করে ১৭ টি, গদাইপুরে ৫ টি, রাডুলীতে ২২ টি, চাঁদখালীতে ১৩ টি এবং গডুইখালী ইউনিয়নে ১৩ টি।

আরো পড়ুন

সর্বশেষ