শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোরে আন্তুঃ জেলা ইজিবাই ও ভ্যান চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোতয়ালি পুলিশ। আটককৃতরা হলো, যশোর শহরের শংকর পুরের আব্দুল খালেকের ছেলে রাব্বি হাসান (২৫) কেশবপুর উপজেলার বারোইহাটি গ্রামের মৃত সূর্যকান্ত মল্লিকের ছেলে গৌরঙ্গ মল্লিক (৩০) একই উপজেলার ব্রহ্মকাঠি গ্রামের মৃত ইসলাম খাঁর ছেলে ফারুক হোসেন (৩০) ও মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের সাক্ষাওয়ার আলীর ছেলে রুস্তম আলী (৪০)। পুলিশ এদেরকে আটক করে। এদের কাছ থেকে একটি চোরাই ইজিবাইক, একটি ভ্যান ও ভ্যানের অংশ বিশেষ উদ্দার করা হয়।
শুক্রবার ৬ অক্টোবর দিবাগত রাতে যশোরের মণিরামপুর এবং কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী সাংবাদিকদেও বলেন, গত ২৭ অক্টোবর যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের জামাল হোসেনের ইজিবাইক আসামি রাব্বি দৈনন্দিন ৫শ টাকা বাড়ায় চালানোর কথা বলে নিযে যায়। এরপর সে ভাড়াও দেয় না বাদির সাথে দেখাও করে না। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে।

এ সময় রাব্বিকে ৬ অক্টোবর শংকরপুর এলাকা থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক মণিরামপুর থেকে একজন এবং বাকী দু’জনকে কেশবপুর থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে চোরাইকৃত ইজিবাইকসহ একটি ভ্যান ও ভ্যানের অংশ বিশেষ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলার হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ