নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন (৮৯) মারা গেছেন বলে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন টুইটের (এক্স) বরাত দিয়ে অমর্ত্য সেনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। পরে মেয়ে নন্দনা তা নাকচ করেছেন বলে জানায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
নন্দনা সেন এক্সে বলেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত ক্যামব্রিজে তাঁর সঙ্গেই ছিলাম।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

