শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পরিকল্পনা ভালো ছিল, বাস্তবায়ন করতে পারিনি: সাকিব

আরো খবর

ধর্মশালায় রাতে বৃষ্টি হয়েছিল। পেসাররা সুবিধা পাবেন ভেবে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে বল সুইংও করছিল। কিন্তু সুযোগ নিতে পারেননি মুস্তাফিজ-তাসকিন-শরিফুলরা। সাকিবের মতে, তারা খুব ভালো পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারিনি।

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার বলেছেন, ‘গত রাতে বৃষ্টি ছিল। টস জেতাটা খুব ভালো ব্যাপার ছিল। পেসারদের জন্য উইকেটে কিছু সুবিধা ছিল। কিন্তু তারা তা নিতে পারেনি। আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছি। কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন। আমাদের পরিকল্পনা ভালো ছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারিনি।’

ইংল্যান্ডের করা ৩৬৫ রান তাড়া করতে নেমে মাত্র ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে। তবু সাকিব বলছেন, ৩২০ রান হলে ধর্মশালায় তা তাড়া করা যেত। বোলাররা ভালো জায়গায় বল করে শুরুতে মোমেন্টাম ধরতে পারলে তাদের আটকানো সম্ভব ছিল বলেও মনে করেন সাকিব।

তিনি বলেছেন, ‘বল সুইং করছিল, ভালো জায়গায় বল করে মোমেন্টাম হাতে নিতে হতো। কারণ একবার তারা মোমেন্টাম পেয়ে গেলে তাদের আটকে রাখা খুব কঠিন। আমার মনে হয়, তারা ৩৮০-৩৯০ রান করার পথে ছিল। সেখান থেকে আমরা তাদের আটকে রাখতে পেরেছিলাম। এখানে ৩২০ রান তাড়া করার মতো।’

আরো পড়ুন

সর্বশেষ