শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেগুন ক্ষেতের পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ঝাঁঝরা হলো কৃষকের চোখ মুখ

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোরের বেনাপোলে বেগুন তুলতে গিয়ে ক্ষেতের মধ্যে পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৮) নামে এক কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল সীমান্তে বড় আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুরাদ হোসেন বড় আঁচড়া গ্রামের আরিফের ছেলে।
স্থানীয়রা জানান, বেগুন ক্ষেতে বিকট শব্দে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় আশপাশের লোকজন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখে বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ মুখ বোমার আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, বোমা বিস্ফোরণের খবর শুনেই বিস্ফোরণস্থল পরিদর্শন করেছি। আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হবে।

আরো পড়ুন

সর্বশেষ