শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল 

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  বিকেলে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা চত্বর থেকে শুরু করে স্টেশন বাজার পযর্ন্ত  এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে আবার নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা ঈমান পরিষদের এর সার্বিক তত্ত্বাবধানে এবং অভয়নগরে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।নির্দিষ্ট সময়ের পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়।
এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।অভয়নগর উপজেলা ঈমান পরিষদের সভাপতি মাওলানা গোলাম মওলার সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল রাহমানির সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শাইকুল হাদিস তৈয়বুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাওঃ মাসুম বিল্লাহ।
এছাড়াও  উপস্থিত ছিলেন মাওলানা আবু তালহা, মুফতি সাজ্জাদুর রহমান,  মাওঃ জাকিরুল্লাহ, মুফতি রফিকুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন, মুফতি আব্দুল্লাহসহ অভয়নগরের বিভিন্ন ওলামায়ে কেরাম বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।আসরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন জামে মসজিদ ঘুরে আবার নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ