শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের নেশাগ্রস্থ ছেলের হাতে মা জখম

আরো খবর

যশোর বেজপাড়া প্রগতি পল্লীতে ছেলের হাতে মা রিক্তা বেগম(৪০) জখম হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ছেলের নেশার টাকা দিতে রাজি না হওয়াই মাকে ঘরের মধ্যে আটকে কুপিয়ে জখম করে। এ সময় রিক্তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে রিক্তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ সময় ছেলে পালিয়ে যায়। আহত রিক্তা শহরের বেজপাড়া প্রগতি পল্লী এলাকার সুমন্ধির স্ত্রী।
সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত ছেলে নেশা করার জন্য মায়ের কাছে টাকা চাই। কিন্তু মা দিতে অশিকার করায় ছেলে ঘরের মধ্যে মাকে আটকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুর রশিদ জানান, রিক্তা নামে এক মহিলা রক্তাক্ত অবস্থায় লোজনজন জরুরি বিভাগে আনেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ