
কেশবপুর উপজেলার সানতলা এলাকার অসহায় গৃহবধূ আলেয়া সুলতানা ( ৩৮ ) এবং তার স্বামী- মােঃ আলতাফ হােসেন মােল্লা স্হানীয় দালাল চক্রের গডফাদার মনোরঞ্জনের ও তার বাহিনীর সদস্যদের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন অভিযোগ সূত্রে জানা গেছে বিগত দিন মাস আগে মনোরঞ্জনের মিথ্যা আশ্বাসে সরকারি ঘর বরাদ্ধ পাওয়ার জন্য ২২ হাজার টাকা প্রদান করে ঘর বরাদ্দ না পাওয়ায় উক্ত টাকা ফেরত চাইলে মনোরঞ্জনের ও তার বাহিনীর সদস্যদের মারপিটের শিকার হন উক্ত ভুক্ত ভোগী পরিবার হাসপাতালে চিকিৎসা শেষে ন্যায় বিচারের জন্য কোর্টে মামলা দায়ের করলে উক্ত মামলা তুলে নিতে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করা ছাড়াও ভিটামাটি ছাড়া করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে চলেছে এলাকার ত্রাস প্রভাবশালী এই চক্রটি অভিযোগ সূত্রে জানা যায় মনোরঞ্জনের এবং তার বাহিনীর সদস্য ১। নিবাস মন্ডল ( ৩৫ ) , পিতা- হরেন মন্ডল , ২। দুলাল কৃষ্ণ মন্ডল ( ৪০ ) , ৩ । পিযুষ মন্ডল ( ৩৫ ) , উভয় পিতা- মৃত নরেন্দ্র নাথ মন্ডল , ৪। হরেন মন্ডল ( ৬০ ) , পিতা- অজ্ঞাত , ৫। অসিম মন্ডল ( ৩৫ ) , পিতা- হাজের মন্ডল , সর্ব সাং- সানতলা , থানা- কেশবপুর , আলেয়া খাতুনের সঙ্গে পূর্বের বিরােধের জের ধরে বিবাদীরা মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার অত্যাচার , নির্যাতন , ক্ষয় ক্ষতি , পথেঘাটে পেয়ে মারপিট করার ভয়ভীতি ও খুন জখম করার হুমকি দিয়ে আসছে বাড়িতে এসে বিভিন্ন অশ্লীল অকথ্য ভাষায় গালি গালাজ করে আলেয়া খাতুন বিবাদীদেরকে গালি গালাজ করতে নিষেধ করলে বাহিনী প্রধান মনোরঞ্জন হুমকি দিয়ে বলে জীবন নিয়ে বেঁচে থাকতে চাইলে এলাকা ছেড়ে চলে যেতে হবে এমতাবস্থায় আমি প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট আমার নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দাবি করছি এ ব্যাপারে জানতে মনোরঞ্জনের ব্যাবহৃত ০১৭৪৫৭৩১৩১০ নাম্বারে একাধিক বার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

