নিজস্ব প্রতিবেদক:যশোর, যশোরে দুর্বৃত্তদের ছরিকাঘাতে রিপন (২৪) নামে এক যুবক খুন হয়েছে। নিহত রিপন শহরের কবরস্থান পাড়ার এলাকার হাবিবুর রহমান গাজী ওরেফে বুড়োর ছেলে। নিহাতের লাশ যশোর হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের পাশে মোটরসাইকেলে আশা এই যুবকটি এখানে দাঁড়ায়। কিছু সময় পর ৪/৫ জন মুখোশধারী যুবকেরা এসে ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, কি কারনে কেন কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পুলিশ তা গভীরভাবে খতিয়ে দেখছে।

