বাঘারপাড়া প্রতিনিধি:সরকারের উন্নয়ন প্রচারে গ্রামে গ্রামে নিয়মিত উঠান বৈঠক আয়োজন করে আসছেন যশোর -৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। এইসব কর্মকান্ডে উল্লেখসংখ্যক নারী ভোটারেরা উপস্থিত থাকছেন।
উঠান বৈঠকে সরকারের নানা সাফল্য ও পরিকল্পনার কথা জানাচ্ছেন নেতৃবৃন্দ। চাচ্ছেন আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার ভোট।
ধারাবাহিক এই কর্মকাণ্ডের অংশ হিসেবে এদিন বিকেলে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ভুলবাড়িয়া স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, যশোর -৪ নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
বিশেষ অতিথি ছিলেন ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
ধলগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী সঞ্চিতা বিশ্বাস।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুশই লাল বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শুভ বিশ্বাস, ব্রজেন হালদার,শ্রীকান্ত বিশ্বাস,নিরোধ মজুমদার, সুজিত বিশ্বাস, সাবেক ছাত্রনেতা দীপঙ্কর বিশ্বাস প্রমুখ।

