শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আফগানদের ২৮৯ রানের লক্ষ্য দিল কিউইরা

আরো খবর

ব্যাট হাতে দারুণ শুরু করে আফগানিস্তানের বিপক্ষে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এক রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। ওই বিপর্যয় সামলে ৬ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ পেয়েছে কিউইরা।

চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানের জুটি দিয়ে ফিরে যান ডেভন কনওয়ে। তিনি ২০ রান করেন।

এরপর রচিন রবীন্দ্র ও উইল ইয়ং ৭৯ রান যোগ করেন। রচিন (৩২) ও ইয়ং (৫৪) ২১তম ওভারে আউট হন। এরপরই আউট হন ডার্লি মিশেল (১)।

ওই ধাক্কা সামাল দেন নেতৃত্বভার পাওয়া টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। তারা ১৪৫ রানের জুটি দেন। ফিলিপস খেলেন ৮০ বলে ৭১ রানের ইনিংস। চারটি করে চার ও ছক্কা মারেন তিনি।

ল্যাথাম ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। শেষে মার্ক চাপম্যান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন। আফগানদের হয়ে নবীন উল ও উরমজাই দুটি করে উইকেট নিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ