শার্শা প্রতিনিধি:যশোরের শার্শায় ডিবির অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক আসামীরা হলেন, শার্শা থানার ইচ্ছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে বকুল হোসেন (৪৪) ও মৃত মোস্তাব আলীর ছেলে মফিজুর রহমান (৪০) উভয় থানা শার্শা যশোর।
বুধবার( ১৮ অক্টোবর) বিকালে ডিবি পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা জেলার শার্শা থানাধীন ইছাপুর সাকিন মফিজুর এর দক্ষিণ দুয়ারী বসতবাড়ীর বারান্দা হতে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা।
উল্লেখ্য , ০১নং আসামী বকুল হোসেন এর বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, বিস্ফোরক, মাদকসহ ০৯টা মামলা বিচারাধীন রয়েছে।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানানএ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

