সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলা পল্লীতে রানু বেগমকে হত্যাকান্ডের মামলায় স্বামী মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোর রাতে তাকে শ্যামনগর উপজেলা সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুজিবুর কলারোয়া উপজেলার গদখালী গ্রামের মো. ইমান আলী গাজীর ছেলে। এর আগে গত মঙ্গলবার সকালে স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। সেই থেকে সে পলাতক ছিল।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার (এ এস পি) নাজমুল হক জানান, গত ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে ধরে স্ত্রী রানু বেগমের সাথে স্বামী মুজিবুরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর লোহার শাবল দিয়ে স্ত্রীর আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। ওই সময় কৌশালে পালিয়ে যায় মুজিবর। ঘটনার দিন বিকালে নিহতের মা বেলফুল বেগম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পর থেকেই র্যাব-৬ ক্যাম্পের একটি দল আসামীদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার প্রধান আসামী মুজিবুর পলিয়ে শ্যামনগর থানায় অবস্থান করছে। পরবর্তীতে তাকে ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অপেক্ষমান ছিল
গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।

