শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ১৭৬ পূজা মন্ডপে এমপি নাবিলের অনুদান বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোর সদর উপজেলায় ১৭৬ পূজা মন্ডপে সরকারি চালের ডিও ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এই অনুদান বিতরণ করেন।

এ উপলক্ষে শহরের লালদীঘিপাড়স্থ হরিসভা মন্দিরে এক সভায় আয়োজন করা হয়। সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশে শান্তি ও উন্নযনের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভৈাট দেয়ার আহবান জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

আরো পড়ুন

সর্বশেষ