ভ্রাম্যমাণ প্রতিনিধি:খেদাপাড়া বাবা বৈদ্যনাথধাম মন্দিরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মহাষষ্ঠীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর শুক্রবার রাতে যুবলীগ নেতা তারক দেবনাথের পরিচালনায় খেদাপাড়া বাবা বৈদ্যনাথ মন্দিরের সভাপতি সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী(বাচ্চু),খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ,রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভোলা,খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

