শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

গাজায় যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে চিঠি ৬০ হলিউড তারকার

আরো খবর

অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা লিখিত বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

তারা লিখেছেন, ‘পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।’ খবর আল-জাজিরার

এতে আরও লেখা হয়, ‘এ ঘটনায় আমরা নীরব ছিলাম-এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।’

অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও সেই বার্তায় করা হয়েছে।

এতে সই করা ৬০ তারকার মধ্যে আরও আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।

আরো পড়ুন

সর্বশেষ