শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ইসরাইলি গনহত্যার প্রতিবাদে চৌগাছায় প্রতিবাদ সমাবেশ

আরো খবর

চৌগাছা প্রতিনিধি:ইসরাইলি আগ্রাসন, ফিলিস্তিনের নারী ও শিশুসহ নির্বিচারে হত্যাযজ্ঞ, হাসপাতালে বোমা মেরে অসহায় অসুস্থদের হত্যা করাসহ ইসরাইলের সর্বাত্মক মানবতাবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে যশোরের চৌগাছায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, পৌর শাখার সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, প্রচার সম্পাদক নয়ন আহমেদ, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাশাপোল শাখার সভাপতি মেহেদী হাসান বাপ্পী, সহ-সভাপতি অসীম মন্ডল, সিংহঝুলী শাখার সম্পাদক রায়হান মীর, জগদীশপুর শাখার সম্পাদক তাশিকুল ইসলাম, পাতিবিলা শাখার সম্পাদক শাহজাহান আলী ভূট্টো, হাকিমপুর শাখার সভাপতি ও ইউপি সদস্য শামসুজ্জোহা শিপু, সম্পাদক মারুফ হাসান, স্বরুপদাহ শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম, নারায়নপুর শাখার সাংগঠনিক সম্পাদক লাবলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেদুর রহমান, মিন্টু আহমেদ, সুখপুকুরিয়া শাখার সম্পাদক কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ