শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে উপকার ভোগীদের সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আরো খবর

বিশেষ প্রতিনিধি: শনিবার বিকেলে যশোর টাউন হল মাঠে যশোর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার কর্তৃক গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে যশোর শহর ও সদর উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোর সদর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পৌর মেয়র হায়দার গণি খান পলাশসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ