রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

এডিসি হয়ে নড়াইলে যাচ্ছেন কেশবপুরের ইউএনও

আরো খবর

একাত্তর ডেস্ক: কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনে উপসচিব পর্যায়ে সাত কর্মকর্তা ও এক সিনিয়র সহকারী সচিবের দফতর বদল করা হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম আরাফাত হোসেনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নড়াইল বদলি করা হয়েছে।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক সালাহউদ্দিন আহমেদকে রেলপথ মন্ত্রণালয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন ইয়াসমিন ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, সমাজসেবা অধিদফতরের পরিচালক নাজমুল হুদাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বেজা) পরিচালক গোলাম ভূঁইয়াকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ