শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ফিরলেন মার্করাম, ডি ককের সেঞ্চুরি

আরো খবর

ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকা ওপেনার ডি কক ও অধিনায়ক এইডেন মার্করামের জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তাদের ১৩১ রানের ওই জুটি ভেঙেছেন সাকিব। তবে ওপেনার ডি কক আরও একটি সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রানে ব্যাট করছে। ডি কক ১০৩ বলে ১০১ রান করেছেন। ছয়টি চার ও চারটি ছক্কা মেরেছেন। তার সঙ্গী হেনরিক ক্লাসেন ১৯ রানে খেলছেন। মার্করাম ৬৯ বলে ৬০ রান করে আউট হয়েছেন।

এর আগে টস হেরে বোলিংয়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ৩ রানের ব্যবধানে প্রোটিয়াদের দুই উইকেট তুলে নেয় টাইগাররা। প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন শরীফুল ইসলাম। শূন্য রানে জীবন পাওয়া রেজা হেনড্রিকসকে ফেরান বোল্ড করে। ১৯ বলে ১ চারে ১২ রান করেন প্রোটিয়া এই ওপেনার।

এরপর রেসি ফন ডার ডুসেনকে দাঁড়াতেই দেননি মিরাজ। ৩ রানের ব্যবধানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার এই স্পিনার। ৭ বলে ১ রান করে আউট হন ডুসেন। ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারাও। চোটের কারণে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার বদলে একজন পেসারকেই এনেছে দক্ষিণ আফ্রিকা, খেলছেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম(অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।

আরো পড়ুন

সর্বশেষ