শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং

আরো খবর

নড়াইল প্রতিনিধি:গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিকে সার্বজনীন করার উদ্দেশ্যে নড়াইলের চিত্রা নদীতে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ‘এস এম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ জানানো হয়, ২৮ অক্টোবর-২০২৩ (শনিবার) দুপুর ২টায় নড়াইল শহরের শেখ রাসেল ব্রীজ এর নিচে চিত্রা নদীর পাড়ে এ বাইচের উদ্বোধন করা হবে । প্রধান অতিথি হিসেবে এ নৌকা বাইচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

বিশেষ অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ এবং খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি ) মঈনুল হক, বিপিএম (বার) পিপিএম।
চিত্রা নদীর শেখ রাসেল ব্রীজ থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নৌকাবাইচ অনুষ্ঠিত হবে এবং দেশের বিভিন্ন এলাকার ১৪ টি নৌকা ২টি গ্রুপে এ বাইচে অংশ গ্রহন করবে। এছাড়াও মহিলাদের ৪টি নৌকা নিয়ে মহিলা নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫ টায় শহরের বাঁধাঘাট চত্বরের অস্থায়ী মঞ্চে পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ