শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ইয়াবাসহ বাবা-মেয়ে আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৩শ’১০ পিছ ইয়াবাসহ বাবা ও মেয়েকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শংকরপুর রামকৃষ্ণ মিশন রোডের ইবাদ আলী ও তার মেয়ে পপি বেগম।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোরের ডিডি আসলাম হোসেন জানান, তাদের কাছে খবর আসে রামকৃষ্ণ মিশন এলাকায় বাবা মেয়ে মাদকের রমরমা ব্যবসা করছে। তারই প্রেক্ষিতে বুধবার সকাল ১১ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ইবাদের বাড়ির সামনে থেকেই তাকে আটক করা হয়। এসময় লুঙ্গির কোচরে গোজা অবস্থায় ২শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু মেয়েকে খুজে পাওয়া যায়না।

পরবর্তিতে বেলা ১টায় ফের তার বাড়ি ঘেরাও করা হয়। পরে পপির ঘর থেকে পপিকে আটক করা হয়। পরে তার সেলোয়ার কামিজের পকেট থেকে ১শ’১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ