শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রাতের মধ্যে ইন্টারনেট ৮০ শতাংশ ঠিক হওয়ার আশা আইএসপিএবি’র

আরো খবর

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ফলে ওই ভবনে থাকা ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় যে বিঘ্ন ঘটেছিল, তা রাতের মধ্যে ৮০ শতাংশ ঠিক হয়ে যাবে বলে আশা করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

শুক্রবার সন্ধ্যায় আইএসপিএবির আইএসপিএবির সভাপতি এমদাদুল হক সমকালকে বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের অনুমতি পেয়েছি। প্রতিষ্ঠানগুলো নিজেদের যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছে। আগুনে সরঞ্জামাদি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এখন অন্য সার্ভারে সংযোগ হস্তান্তরের কাজ চলছে। আশা করছি, রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবা ৮০ শতাংশ পুনরুদ্ধার হবে।’

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে আগুন পুরোপুরি নিভে যায়। ভবনটিতে শীর্ষস্থানীয় কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ