শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নাশকতা মামলায় বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার

আরো খবর

বিশেষ প্রতিনিধি:নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে কোতয়ালি থানায় পুলিশের দায়ের করা দু’টি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের হারুন ব্যাপারীর ছেলে আবু বক্কার, চাউলিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন, ছিলুম বাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মাহমুদ হোসেন, পদ্মবিলা গ্রামের মৃত আলী বক্সের ছেলে হারুন অর রশিদ, একই গ্রামের মৃত আমির উদ্দিন মৃধার ছেলে নাজিম মৃধা, গাইদগাছি গ্রামের মৃত মইছ উদ্দীনের ছেলে আব্দুস সামাদ,শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলার মৃত মাহামুদ আলী আলসারী গ্রামের হাবিব আল রাজী, শহরের চুড়িপট্টির মৃত মনির উদ্দীন চৌধুরীর ছেলে সানী উদ্দীন চৌধুরী,সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে মানিক সরদার, মঠবাড়ী দক্ষিণপাড়র মৃত শাহাজাহান মোল্যার ছেলে শহিদুল ইসলাম,সাহাপুর (আড়পাড়া) এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে অপু হোসেন,ঘুরুলিয়া শাহ আলম মুন্সীর ছেলে মাহাবুবুর রহমান ওরফে মাহবুব,ফতেপুর গ্রামের আব্দুল বারিক মোল্যার ছেলে আব্বাস আলী ও একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মিটুল হোসেন।

আরো পড়ুন

সর্বশেষ